ইউক্রেনে দখল করা ভূমির খনিজ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত রাশিয়া

| বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সম্পদের প্রবেশাধিকার দিতে প্রস্তুত, যার মধ্যে রাশিয়াঅধিকৃত ইউক্রেনের খনিজও অন্তর্ভুক্ত থাকতে পারে।

গত সোমবার রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রকল্পে সম্পদ বিনিয়োগে আগ্রহী, বিশেষ করে রাশিয়ার নতুন অঞ্চলগুলোতে খনিজ আহরণের বিষয়ে।

নতুন অঞ্চল বলতে পুতিন মূলত ইউক্রেনের সেই পূর্বাঞ্চলীয় অংশগুলোর কথা বোঝান, যেগুলো রাশিয়া তিন বছর আগে পূর্ণমাত্রার আগ্রাসনের পর দখল করে নিয়েছিল।

এই প্রস্তাবের আওতায় দুই দেশ একসঙ্গে অ্যালুমিনিয়াম আহরণ ও সরবরাহের বিষয়েও সহযোগিতা করতে পারে, যা যুক্তরাষ্ট্রে দামের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে মন্তব্য করেন পুতিন।

এসময় বিদেশি বিনিয়োগকারীদের রাশিয়ার দখল করা নতুন অঞ্চলগুলোতে সম্পদ আহরণের সুযোগ দেওয়ার কথাও জানান তিনি।

পুতিনের এই ঘোষণা এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদের বিনিময়ে দেশটিকে সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ইউক্রেনের একজন মন্ত্রী জানিয়েছেন, এই বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্প মাক্রোঁ বৈঠক, বন্ধুত্বপূর্ণ পরিবেশে ইউক্রেন নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি
পরবর্তী নিবন্ধইউক্রেন নিয়ে জাতিসংঘ প্রস্তাবে রাশিয়ার পাশে যুক্তরাষ্ট্র