সিসিএল ব্লুচীজ পুলে চ্যাম্পিয়ন নাফি, রানার আপ আরশাদ

| বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত সিসিএল ব্লুচীজ স্নুকার এন্ড এইটবল পুল টুর্নামেন্টের এইট বল পুল ফাইনাল খেলা গত ২৪ ফেব্রুয়ারি সোমবার রাতে সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় সাবেক মেম্বার ইনচার্জ সৈয়দ আরশাদুল হককে ১১০৮ গেমে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন নাফি বিন রিয়াজ। এ সময় চিটাগাং ক্লাব লিঃ‘র চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ সহ ক্রীড়ামোদি ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহাজেরা-তজু স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধআরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল