ড্রয়িং খাতা খুলে খোকা
ধীরে ধীরে আঁকে
লেবু তলে বন জোনাকি
তারার আকাশটাকে !
ভরদুপুরে ঘুঘু ডাকে
শিরীষ গাছের শাখে
‘হারান মাঝির‘ ডিঙি আঁকে
হালদা নদীর বাঁকে !
যায় না তো বাদ রুপোর নোলক
দিদির ফর্সা নাকে
আঁকে খোকা হেঁসেল ঘরে
ধোঁয়ামাখা মাকে !
তবু আঁকা হয়না তো শেষ
যত্নে আঁকে কা‘কে ?
ছাতা মাথায় বৃষ্টি ফাঁকে
বুড়ো দাদুটাকে !