পটিয়ায় কেডিএস গ্রুপের ইফতার সামগ্রী পেল ৩০ হাজার হত দরিদ্র নারী পুরুষ। উপজেলার সাইদাঁইর, জিরি, কুসুমপুরা, কাশিয়াইশ, আশিয়া ও বড়লিয়া ইউনিয়নের হত দরিদ্র নারী পুরুষের মাঝে রমজানের প্রথম দফা ইফতার সামগ্রীর অংশ হিসেবে প্রতিজনকে ১০ কেজি করে ছোলা প্রদান করা হয়।
গত ২৪ ফেব্রুয়ারী জিরি ইউনিয়নের সাইদাঁইর গাউসিয়া তৈয়বীয়া দিলোয়ারা জাহান আলিম মাদ্রাসা মাঠে গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের পক্ষে ইফতারের ছোলা বিতরণ করেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক। উপস্থিত ছিলেন মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসেম চৌধুরী, সামাজিক ও ক্রীড়া সংগঠন এবিটস’র সভাপতি মোহাম্মদ ইদ্রিস অপু, কুসুমপুরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, সাঁইদাইর গাউছিয়া তৈয়বীয়া দিলোয়ারা বেগম সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. বোরহান উদ্দীন। এসময় নেতৃবৃন্দ বলেন, কেডিএস গ্রুপ প্রতিবছর মাহে রমজানে হাজারো দরিদ্র নারী পুরুষের মাঝে ইফতার সামগ্রী, বস্ত্র বিতরণ ও যাকাতের নগদ অর্থ প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেন। শুধু তাই নয় প্রতিবছর হাজারো মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্রদের মাঝে বিভিন্ন খাদ্য সহায়তা দিয়ে থাকেন।