ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ২

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:১৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের রহমতের পাড়া সংলগ্ন ঢাকাচট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হল, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর আকিলপুর এলাকার মো. হানিফের ছেলে মো. নাহিদ পারভেজ (২৫) ও একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. মারুফ হোসেন (২৬)। সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান জানান, রাতে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালনকালে জানতে পারি, মহাসড়ক সংলগ্ন একটি ভাড়া বাসায় ডাকাতির উদ্দেশ্যে বেশ কিছু যুবক সংগঠিত হচ্ছে। বিষয়টির সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্ঘবদ্ধ দলের সদস্য জসীম উদ্দীন ওরফে রুবেল ও রিয়াদসহ অজ্ঞাত ৩/৪ জন পালিয়ে গেলেও পারভেজ ও মারিফকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘরের ভেতর তল্লাশি চালিয়ে ২টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি, ৩টি প্লাসসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ওসি আরও জানান, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআহলে সুন্নাত ওয়াল জামাআতের ফ্রি মেডিকেল ক্যাম্প
পরবর্তী নিবন্ধচন্দনাইশ পৌর যুবলীগের সভাপতিসহ গ্রেপ্তার দুই