সেতুর নিচে বিস্কুটের কার্টনে নবজাতকের মৃতদেহ

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:১০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সলিমপুর কালুশাহ সেতুর নিচে থেকে বিস্কুটের কার্টনের ভেতরে রাখা একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের লাশটি একটি সাদা কাপড়ে মোড়ানো ছিল। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সলিমপুর ইউনিয়নের কালুশাহ সেতুর নিচে নির্মাণাধীন সীমানাপ্রাচীরের ইটের ওপর একটি বিস্কুটের কার্টন দেখতে পান স্থানীয়রা। কার্টন দেখে সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। পরে নবজাতকের লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর চমেক মর্গে পাঠানো হয়েছে। নবজাতকটি ছেলেশিশু।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ছিনতাইয়ের শিকার সাবেক পুলিশ কর্মকর্তা, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধ‘আকিদা শুদ্ধ, এবাদত কবুলের পূর্ব শর্ত’