(তিনি) বললেন, ‘তোমরাই নিক্ষেপ করো। যখন তারা নিক্ষেপ করলো, তখন (তারা) লোকদের চোখে যাদু করলো এবং তাদেরকে আতঙ্কিত করলো।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১১৬) সূরা আল–আ’রাফ।
ফরজের পরে হালাল জীবিকা অন্বেষণ করা আর একটি ফরজ।
– আল–হাদিস (বায়হাকী)
অর্থ ও যশ মানুষের জীবনের সব নয়।
– স্কট।