চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এসময় ৭টি ইটভাটায় অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয় এবং ৪টি ইটভাটায় সর্বমোট ২২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন এবং পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সলসহ বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব- ৭ এর টিম, লোহাগাড়া থানা পুলিশের টিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম এর লোহাগাড়া স্টেশনের সদস্যরা ও উপজেলা ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন দৈনিক আজাদীকে বলেন, লোহাগাড়া উপজেলার চরম্বা নোয়ারবিলা মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস (NBK), এবং মেসার্স মা ব্রিকস ম্যানুঃ ইটভাটা দুটোর চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন আইন ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা লঙ্ঘন করায় একই ইউনিয়নের মেসার্স শাহ আমানত ব্রিকস (SMB) কে ৫ লক্ষ টাকা, মেসার্স পদ্মা ব্রিকস ম্যানু (PBM) কে কৃষি জমির মাটি ও পাহাড় কর্তনের দায়ে ৭ লক্ষ টাকা, মেসার্স খাজা ব্রিকস ম্যানুঃ (KBM) কে ৫ লক্ষ টাকা, মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস ম্যানুঃ (MBM)কে ৫ লক্ষ টাকাসহ মোট ২২লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং মেসার্স এএইচ ব্রিকসসহ মোট ৭টি ইটভাটায় সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।