বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যকারী শাতিমে রাসূল রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের শাস্তি এবং সাম্প্রতিক ধর্ষণ, নারী নির্যাতনসহ চুরি ডাকাতি খুন ছিনতাইসহ সারাদেশে চলমান অরাজকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে হাটহাজারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরেে দিকে হাটহাজারী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মডেল থানার সামনে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইরফান উল্লাহ চৌধুরী, সৈয়দ গালিব, আলিয়া তালুকদার আজমিরা, সেলিমুর রহমান অপি, মোহাম্মদ ইব্রাহিমসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র-জনতা একটি ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে জাতিকে নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়েছে। স্বৈরাচার সরকারের পতনের ফলশ্রুতিতে নতুন এক বাংলাদেশের দোয়ার প্রশস্ত হয়েছিলো। দেশ এবং দশের ভবিষ্যৎ বহুলাংশে উজ্জ্বল হওয়ার দ্বারপ্রান্তে ছিলো। কিন্তু বর্তমানে প্রায় অর্ধবছর পেরিয়ে গেলেও দেশের পারিপার্শ্বিক অবস্থা মানুষের জানমালের নিরাপত্তা ব্যবসা-বাণিজ্যের স্থিতিশীলতা আমাদের মা-বোনেদের ইজ্জত কোনটাই অনুকূলে নেই!
বক্তারা মহান সৃষ্টিকর্তার শান এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের প্রাণের স্পন্দন “নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম” এর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যকারী শাতিমে রাসূল রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানকে’ “এনসিটিবি” হতে অপসারণের দৃশ্যমান বিজ্ঞপ্তি প্রকাশ করে পরিপূর্ণ শাস্তির এবং অপর শাতিমে রাসূল ‘সোহেল হাসান গালিব’কে রাষ্ট্রীয়ভাবে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা নবীসহ সকল ধর্ম অবমাননাকারীদের শাস্তি এবং খুন-ধর্ষণ, ডাকাতি-ছিনতাইসহ দেশে চলমান অরাজকতা রোধের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামানের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ও হাটহাজারী সরকারি কলেজ অধ্যক্ষ বরাবরে স্মারকলিপি প্রদান করেন।