লামায় মদ্যপানে একজনে মৃত্যু

লামা প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ১১:৩০ পূর্বাহ্ণ

পার্বত্য জেলার বান্দরবানের লামায় রয়েল রিসোর্টে মদ্যপানে নুরুল আলম (৩৩) নামে একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাত ৫টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। সে লামা পৌরসভার লাইনঝিরি এলাকার মো. হারুনের ছেলে।

লামা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ সাইফুদ্দিন মো. মুরাদ বলেন, ভোর রাত ৫টা ২০ মিনিটে নুরুল আলমকে তার বন্ধুরা লামা সরকারি হাসপাতালে নিয়ে আসে। নুরুল আলম আমাদের জানায় সে মদ পান করেছে।

চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। অতিরিক্ত মদ পানের কারণে তার মৃত্যু হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর নিয়ে জানা যায়, গতরাত ২টা পর্যন্ত নুরুল আলম তার পরিচিত মেহমানের সাথে মিরিঞ্জা রয়েল রিসোর্টে ছিলেন।

লামা মিরিঞ্জার রয়েল রিসোর্টের সার্ভিস বয় মিলন ত্রিপুরা বলেন, গতকাল ঢাকা থেকে ২ জন গেস্ট তাদের রিসোর্টে বেড়াতে আসেন। লাইনঝিরি এলাকার নুরুল আলম তাদের পরিচিত। নুরুল আলম রাত ২টা পর্যন্ত মেহমানদের সাথে ছিল। রাত ২টার পর নুরুল আলম বের হয়ে যান। তারপর কি হয়েছে রয়েল রিসোর্ট কর্তৃপক্ষ জানেনা।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আজাদীকে বলেন, নুরুল আলম একজন গাড়ি ড্রাইভার। মদপানে তার মৃত্যু হয়েছে। তদন্ত চলমান আছে।

পূর্ববর্তী নিবন্ধআকবরশা এলাকায় অসামাজিক কার্যকলাপ, আটক ৬
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে দুই ছিনতাইকারী আটক