পটিয়ায় এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বোয়ালখালী উপজেলা ফুটবল একাদশ। সেমিফাইনালে তারা চন্দনাইশ ফুটবল একাডেমিকে টাইব্রেকারে ১১–১০ গোলের ব্যবধানে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ের খেলা ও টাইব্রেকারে গোল করে ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন বিজয়ী দলের অধিনায়ক মো. জাহেদ হোসেন এমিলি। গত শুক্রবার বিকেলে পটিয়া উপজেলার জিরি সাইদরস্থ খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক খেলে গোল পেতে মরিয়া হয়ে উঠে। দ্বিতীয়ার্ধে বোয়ালখালীর অধিনায়ক জাহেদ হোসেন এমিলি গোল করলে দল ১–০ গোলে এগিয়ে যায়। পরে ম্যাচ শেষের দিকে চন্দনাইশের প্রণব সরকার গোল করে দলকে সমতায় ফেরান। পরে টাইব্রেকারে ১১–১০ গোলের নাটকীয় জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে বোয়ালখালী উপজেলা ফুটবল একাদশ। আগামী ২৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে ৩টায় একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় শিরোপা নিশ্চিত করতে প্রতিদ্বন্দ্বিতা করবে পটিয়া মোহাডেমান স্পোর্টিং ক্লাব এবং বোয়ালখালী উপজেলা ফুটবল একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান টুর্নামেন্ট কমিটির আহবায়ক এম ইদ্রিচ চৌধুরী অপু’র সভাপতিত্বে ও আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এবিটস এর প্রতিষ্ঠাতা সভাপতি জায়েদুল হক তপু। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর, মফিজ, আলী শিফন, রায়হান, সায়েম, মিনহাজ, জিএম বাবু, শহিদ, নওশাদ, নিহাদ।