চিটাগাং ক্লাব ও বালিশিরা ভ্যালী ক্লাবের মধ্যে লন টেনিস ও ক্রিকেট ইভেন্টের দুটি পৃথক প্রীতি ম্যাচ গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। দ্বৈত টেনিসে চিটাগাং ক্লাব দল ৮–৩ গেমে বালিশিরা ভ্যালী ক্লাবকে হারায়। সিসিএল কার্যকরী কমিটির সদস্য ও টেনিস বিভাগের মেম্বার ইনচার্জ মোহাম্মদ কামরুল ইসলামের তত্ত্বাবধানে চিটাগাং ক্লাবের পক্ষে খেলেন কাজী নজরুল ইসলাম কাজল ও পিন্টু চাকমা। এছাড়া সিসিএল কার্যকরী কমিটির সদস্য ক্রিকেট বিভাগের মেম্বার ইনচার্জ মোহাম্মদ শাহ আকরামের তত্ত্বাবধানে চিটাগাং ক্লাবের হয়ে প্রীতি ক্রিকেটে অংশ নেন জাবেদ ইউসূফ, আলী আহসান ইস্তিয়াক চৌধুরী, নাজিব মোহাম্মদ মোস্তাফা, রিয়াদ মোহাম্মদ মোস্তাফা, জোবায়ের মোর্শেদ, ফরহাদ করিম, তাইফুর ইসলাম, সাহেদ সাকী, ফয়সাল দস্তগীর, কায়সার পারভেজ চৌধুরী, আব্দুল্লাহ জাহাঙ্গীর অনিক, মঞ্জুর আহমেদ সারিয়াত, ফজলে ওয়ালী, ইবনুল হায়দার রিপন,ওমর খলিল,শামনুন ফায়সাল করিম। উল্লেখ্য চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ) এর নেতৃত্বে ৭০ জনের একটি ক্রীড়া দল গত ২১ ফেব্রুয়ারি মৌলভী বাজারস্থ বালিশিরা ভ্যালী ক্লাবে দুই দিনের এক সৌজন্য ভ্রমণে গেলে সেখানে তাঁরা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এই ক্রীড়া দলে ছিলেন চিটাগাং ক্লাবের ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার ফরহাদ, ক্লাব কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে, জাবেদ হাশেম নান্নু, এ এ এম ইমতিয়াজ চৌধুরী রকি, শেখ হাসান জামান, তৌফিক ফরহাদ নুর, দিলদার আহমেদ,মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।