সীতাকুণ্ডে বিএসটিআই অনুমোদন না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পানি উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে চট্টলা ড্রিংকিং ওয়াটার নামে একটি কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে পানি প্রক্রিয়াজাতকরণের অভিযোগে ‘চট্টলা ড্রিংকিং ওয়াটার’ নামক একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা মোতাবে ওই কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআইয়ের অনুমোদন নেওয়া পর্যন্ত পানি উৎপাদন ও বোতলজাত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই ফিল্ড অফিসার আলী আকবর সোহেল ও পুলিশের একটি টিম।