রোটারী ইন্টারন্যাশনাল ডি–৬৪ ও ডি–৬৫ এর বার্ষিক কনফারেন্স গত ২২ ফেব্রুয়ারি সিলেটে একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১০টি বিভাগে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তন্মধ্যে রোটারী ক্লাব চিটাগং সাগরিকা সর্বাধিক ৫টি বিভাগে অ্যাওয়ার্ড পেয়ে দেশ সেরা ক্লাবের সম্মান অর্জন করেছে। রোটারী বাংলাদেশের কান্ট্রি কো–অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক এ জামান ও ডেপুটি কান্ট্রি কো অর্ডিনেটর পিডিজি আতাউর রহমান পীর ক্লাব সভাপতি রোটারিয়ান আরিফ আহমেদের হাতে সম্মাননা তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।