চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন মেলা। চট্টগ্রামের সকল গবেষণা প্রতিষ্ঠানের গবেষণাকর্ম ও উদ্ভাবনকে এক প্ল্যাটফর্মে উপস্থাপন করার লক্ষ্যে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে এটি দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে। সহযোগিতায় আছে চবি গবেষণা ও প্রকাশনা দপ্তর এবং বিজ্ঞান অনুষদ। মেলার সার্বিক তত্ত্বাবধানে আছে চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস)। এই উপলক্ষে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন, জামাল নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. অঞ্জন কুমার চৌধুরী, আয়োজনের সদস্য সচিব ড. অলক পাল, ড. আদনান মান্নান, ড. কাজী তানভির আহাম্মেদ, ড. সুমন গাঙ্গুলি, ড. মো. মাহবুব হাসান।
গবেষণা ও উদ্ভাবন মেলার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গবেষণা মেলা উদ্বোধন করবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল–আমিন, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম এবং জামাল নজরুল গবেষণা কেন্দ্র পরিচালনা পরিষদের সদস্য সাদাফ সাজ সিদ্দিকী। শেষে ‘জামাল নজরুল ইসলাম গবেষণা অ্যাওয়ার্ড’ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। মেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের ৪৭টি বিভাগ অংশগ্রহণ করবে। এছাড়াও চট্টগ্রাম ও বাইরের প্রতিষ্ঠান শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। আয়োজনে জামাল নজরুল ইসলাম স্মারক বক্তৃতার উপস্থাপন করবেন ঢাবি পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন এবং বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তারিক আরাফাত। উপস্থিত থাকবেন গুগলের সেরা বিজ্ঞানী পদকপ্রাপ্ত গবেষক ও যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইয়াসির খান।
বিশেষ বক্তা থাকব্বেন লন্ডনের ওডিয়াই গ্লোবাল এর গবেষক ড. নিকোলা জোনস।