পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে উদ্বোধন হয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। গত ২৩ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বিটিভি চট্টগ্রামের স্টুডিওতে প্রতিযোগিতা উদ্বোধন করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি। সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার ঈমাম হোসাইন।
উদ্বোধনী পর্বে বিচারকমণ্ডলীতে ছিলেন অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম রফিক, হাফেজ ক্বারী মাওলানা নূর মোহাম্মদ আজিজি এবং হাফেজ কারী আব্দুর রশিদ। বিটিভি, চট্টগ্রাম কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় স্পন্সরকারী প্রতিষ্ঠান হিসেবে সার্বিক সহযোগিতা করছে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। সারাদেশের প্রায় ৫০০ প্রতিযোগীর মধ্য থেকে বাছাইকৃত ৩৬০ জন প্রতিযোগী নিয়ে প্রথম রাউন্ডের ভিডিও ধারণ কার্যক্রম চলমান রয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি প্রতিযোগিতার ২য় রাইন্ডের ভিডিও ধারণ করা হবে। চূড়ান্ত পর্যায়ে সেরা ৩ জন নির্বাচন করে আর্থিক পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। প্রতিযোগিতাটি প্রথম রমজান থেকে শুরু হয়ে ২৯ রমজান পর্যন্ত প্রতিদিন বিকেল এবং মধ্যরাতে বিটিভি, চট্টগ্রাম কেন্দ্রে সমপ্রচার করা হবে। বিটিভি চট্টগ্রামের জেনারেল ম্যানেজার ঈমাম হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইলন সফির ও উম্মে হাবিবা দীনা। প্রেস বিজ্ঞপ্তি।