চট্টগ্রাম কেমিক্যাল এন্ড সার্জিক্যাল ব্যবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে লালদিঘীর পাড়স্থ বিসি ডিএস ভবন ২য় তলায় সমিতির কার্যালয়ে নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেমিক্যাল এন্ড সার্জিক্যাল ব্যবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আবু জাহেদ, সহ–সভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ বৈদ্য, সাংগঠনিক পদে মোঃ শাহজাহান পারভেজসহ কোষাধ্যক্ষ মোঃ কাইয়ুম উদ্দীন, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, সমাজকল্যাণ মোঃ ইব্রাহিম এবং ক্রীড়া ও সংস্কৃতি পদে রিদওয়ানুল হকসহ সমিতির কর্মকর্তারা। এ সময় নব নির্বাচিত কমিটির সদস্যরা মানসম্মত কেমিক্যাল এন্ড সার্জিক্যাল সামগ্রী বিক্রি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। গত ১১ই ফেব্রুয়ারি চট্টগ্রাম কেমিক্যাল এন্ড সার্জিক্যাল ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বী–বার্ষিক নির্বাচন বিসিডিএস চট্টগ্রাম জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।