ব্যথা কখনো কাওকে দেখানো যায় না, বললেও কেউ বোঝে না, যার ব্যথা শুধু সেই বুঝতে পারে। ব্যথা কতটা কষ্ট দেয় মানুষের মনে একমাত্র ব্যথা পাওয়া লোক ই অনুভব করতে পারে। সব প্রিয় জিনিস বেশ ক্ষণস্থায়ী। প্রিয় জামাটা ছিড়ে যায় তাড়াতাড়ি। নতুন কেনা জুতো, যেটা পায়ের সৌন্দর্য বাড়িয়েছে সেটাই ছিঁড়ে যায় আগে। প্রিয় যে নেইলপলিশ তাড়াতাড়ি বসে যায়। প্রিয় গুলোতেই নজর লাগে সবার। অপ্রিয় সব জিনিস গুলো থেকে যায়। যাকে খুব ভালো লাগে সেই থাকে দূরে, অপ্রিয়, বিরক্তিকর সব থাকে সাথে। পৃথিবীর স্বাভাবিক নিয়মই এমন কিছু অপূর্ণতা দিয়ে সবসময় বেঁধে রাখে মানুষকে। এটা আবার একদিক থেকে ভালো, এই অপ্রাপ্তি আছে বলেই মানুষের পাওয়ার এত বাসনা। কোনো কিছু চাওয়ার না থাকলে তো কোনো আশায় ই থাকতো না। নত হলে যদি প্রিয় জিনিস থেকে যায় বা সম্পর্ক টিকে যায় তাহলে নত হও। কিন্তু প্রতিবারই যদি একমাত্র তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাওয়া উচিত। কারণ, বুঝতে হবে সেই মানুষটা ভালো কাজের মূল্য দিতে জানে না। ভালোবাসার স্থান বুকে হয়, পায়ে নয়। কাওকে নত করিয়ে বারবার অপমান করানোকে অসম্মান বলে। তখন দূরত্ব বাড়ানো উচিত। সম্মান দিতে হয় উভয় পক্ষকে। ছোট হয়ে কেউ যদি বড় কাওকে অপমান করে তাহলে বুঝতে হবে পুঁথিগত শিক্ষা অর্জন করলেও স্বশিক্ষিত হওয়ার শিক্ষা পরিবার বা নিজে অর্জন করতে পারেনি। একসময় এরা নিজেরাও ছোটদের থেকে অপমানিত হয়ে তবেই শিক্ষা নেয়। তখন অনেকটাই দেরী হয়ে যায়।