একুশ মানে বাংলার ইতিহাসের সূচনা
একুশ মানে বাংলার জাগরণ
একুশ সংগ্রামী চেতনা।
বাঙালি মাথা নোয়াবার নয়
‘ডরের নয়, বীরের জাতি’
একুশ তার উজ্জ্বল পরিচয়।
একুশের হাত ধরেই আমার
উনসত্তর, একাত্তর, চব্বিশের বিজয়
সমস্ত অপশক্তির চরম পরাজয়।
একুশকে ঘিরে সকল বিপ্লবের সূচনা
কষ্ট ও ত্যাগ সয়ে একুশই বিজয়ের প্রেরণা
একুশকে তাই কখনো ছোট করো না।