জুনে স্থানীয় নির্বাচন সম্ভব নয়, টার্গেট ডিসেম্বরে জাতীয় নির্বাচন : সিইসি

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৫ পূর্বাহ্ণ

চলতি বছরের জুন মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তুতি নেওয়া ‘সম্ভব নয়’ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কমিশনের মূল লক্ষ্য ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজন করা। সেই প্রস্তুতি নিয়েই তারা এগিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া ভোটার তালিকা হালনাগাদের যে কার্যক্রম কমিশন হাতে নিয়েছে, সেটি শেষ হতেও জুন পর্যন্ত সময় লাগবে বলে তুলে ধরেন সিইসি। গতকাল সোমবার নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নাসির উদ্দিন কথা বলছিলেন। খবর বিডিনিউজের।

আগামী জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশনের পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, সংস্কার কমিশন পরামর্শ দিয়েছে জুনে সম্ভব। সেটি সম্ভব হবে যদি ১৬ লক্ষ মৃত ভোটারকে বাদ দেওয়া না হয় এবং নতুন ৩৫ লাখ ভোটারদের বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান করা হয়। ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ হবে আগামী জুন মাসে। সুতরাং চূড়ান্ত ভোটার তালিকা না হলে আমরা নির্বাচনের জন্য তো প্রস্তুত হতে পারছি না। তিনি বলেন, আমাদের টার্গেট ডিসেম্বর এবং জাতীয় নির্বাচন। ডিসেম্বরে নির্বাচন করতে গেলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। এমন পরিস্থিতির মধ্যে স্থানীয় সরকার কমিশনের সুপারিশ একান্ত তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বলে মন্তব্য করেছেন সিইসি। তিনি বলেন, তারা বিজ্ঞ এবং জ্ঞানী লোকজন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। রাজনৈতিক এ বিষয়ে একটি রাজনৈতিক বিতর্ক চলছে। নির্বাচন কমিশন তাতে জড়িত হতে চায় না। আগে ভোটার তালিকা হোক, এখনও ভোটার তালিকা করা সম্ভব হয়নি। এ বিষয়ে আগেভাগে কোনো মন্তব্য করতে ‘চান না’ জানিয়ে সিইসি বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী তারা নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন। ঐকমত্য কমিশনের মেয়াদ ৬ মাস হওয়ায় সমঝোতার জন্য এসময় অপেক্ষা করতে হবে বলে মনে করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ. লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদ্বিতীয় দিনেও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত