চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গোঁয়াছি বাগান এলাকায় ১৫০ বেডের বিশেষায়িত ‘বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ বার্ন ইউনিট চট্টগ্রাম’ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান।
গতকাল সকালে তিনি বার্ন ইউনিট ছাড়াও চমেক হাসপাতালের ক্যান্সার ইউনিট ভবনের প্রকল্প কাজও পরিদর্শন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চমেক হাসপতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুইপ্রু মারমা, চমেক হাসপতালের উপ–পরিচালক ডা. ইলিয়াছ চৌধুরী প্রমুখ।