নারীকে অপহরণ করে ধর্ষণ ও এ কাজে সহায়তার অপরাধে মো. হাসনাইন (২১) ও মো. আকবর (২৫) নামে ২ জনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি আজাদীকে বলেন, গত রোববার রাত আড়াইটার দিকে পুরাতন চান্দগাঁও এলাকার গোলাম আলী নাজির পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. হাসনাইন ভোলা জেলা লালমোহন থানাধীন চরভূতা এলাকার গণি সরদার বাড়ির মো. রফিকুল ইসলামের ছেলে ও মো. আকবর একই থানাধীন কিশোরগঞ্জ এলাকার মো. রহিজল মিয়ার ছেলে। তারা চট্টগ্রাম নগরীতে থাকেন। চান্দগাঁও থানার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ ফেব্রুয়ারি রাতে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা মোড় থেকে আসামিরা ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের মুখ চেপে ধরে অজ্ঞাতনামা টেক্সিতে তুলে অপরহণ করে চান্দগাঁও থানাধীন গোলাম আলী নাজির বাড়ি কলোনিতে নিয়ে আটক করে রাখে। পরে ২৩ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টা পর্যন্ত আটক করে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। ভিকটিম ও তার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।