জার্মানিতে ভোট শুরু, অধীর আগ্রহে তাকিয়ে ইউরোপ, যুক্তরাষ্ট্র

| সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৩ পূর্বাহ্ণ

পড়তে থাকা অর্থনীতি আর একের পর এক প্রাণঘাতী হামলা নিয়ে উদ্বিগ্ন জার্মানরা আগাম সাধারণ নির্বাচনে তাদের রায় জানাচ্ছে। রোববার সকাল থেকে শুরু হওয়া এ ভোটের দিকে ইউরোপ এমনকী যুক্তরাষ্ট্রও অধীর আগ্রহে তাকিয়ে আছে বলে জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের। এবারের নির্বাচনী প্রচারজুড়ে অভিবাসন আর নিরাপত্তাই প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছিল। ভোটে রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি (সিডিইউ) শেষ পর্যন্ত চ্যান্সেলর ওলাফ শলৎজের সোশ্যাল ডেমোক্র্যাটদের (এসপিডি) সঙ্গে জোট করে সরকার গঠন করবে বলে মনে করা হচ্ছে। শলৎজের জোট সরকার গত বছরের শেষদিকে আস্থা ভোটে পরাজিত হওয়ায় এ আগাম সাধারণ নির্বাচন করতে হচ্ছে। সিডিইউর নেতা ফ্রিদরিখ মার্জ বলেছেন, তিনি চ্যান্সেলর হলে আগামী চারবছরের মধ্যেই ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশটির বেশিরভাগ সংকটের সমাধান করবেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১০.৮৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধফ্রান্সের মুলুজে ছুরি হামলায় নিহত ১