বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র অঙ্গনে এক নতুন নাম আইউব উদ্দিন শিহাব। চট্টগ্রামের তরুণ নির্মাতা ২০১৯ সাল থেকে স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ করে আসছেন। ইতোমধ্যে তিনি বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়েছেন। এবার তিনি নিয়ে আসছেন তার প্রথম ওয়েব ফিল্ম ‘লবিং’, যা মুক্তি পাবে রোজার ঈদের পর। ফিল্মটি প্রযোজনা করছে সিপিআর। আর এটি পরিবেশনা করবে ফাউন্টেইন ফিল্মস। শিহাবের এই নতুন চলচ্চিত্রটি মূলত চট্টগ্রাম কেন্দ্রিক, যেখানে চট্টগ্রাম শিল্পকলার প্রতিভাবান অভিনয়শিল্পীদের নিয়েই গড়ে উঠেছে অভিনয়শিল্পী দল। তরুণ ও নতুন মুখদের নিয়েই নির্মিত হচ্ছে এই রাজনৈতিক গল্পনির্ভর সিনেমাটি। ‘লবিং’ সিনেমার প্রধান স্পন্সর হিসেবে থাকছে সিপিআর।