ওয়াহিদ মালেককে নাটাবের অভিনন্দন

| সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক দি চিটাগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ায় নাটাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

গতকাল এক বিবৃতিতে সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লি: পি.এল.সি চেয়ারম্যান এবং নাটাবের দাতা সদস্য মো: শামসুল আলম শামীম, সমিতির উপদেষ্টা এম.এ সবুর, সভাপতি মোরশেদুল আলম কাদেরী কার্যকরী কমিটির পক্ষ হতে আন্তরিক অভিনন্দন জানান।

বিবৃতিতে নাটাব নেতৃবৃন্দ বলেন, ওয়াহিদ মালেক একজন সৎ, ত্যাগী, কর্মনিষ্ঠ ব্যক্তি হিসেবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত। তিনি তাঁর কর্ম দক্ষতায় অত্র সমিতির সার্বিক উন্নয়নে অবদান রাখবেন বলে আমরা আশাবাদী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবি
পরবর্তী নিবন্ধআনোয়ারা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন