২৩নং দক্ষিণ ধনিয়ালাপাড়া ওয়ার্ডে ৩১ দফার আলোচনা

| সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

২৩নং ওয়ার্ডস্থ দক্ষিণ ধনিয়ালাপাড়া এলাকাবাসীর উদ্যোগে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার আলোচনা ও মতবিনিময় সভা আছমা খাতুন কলেজ সংলগ্ন মাঠে আব্দুল বারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিক মেম্বার ও বিএনপি নেতা আব্দুল হালিম। মতবিনিময় সভায় ৩১ দফার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল মান্নান, বাদশা মিয়া ছিদ্দিকী, আকবর কবির ডিউক, আনু মিয়া বাবুল, সিরাজুল মোস্তফা, রিয়াদ আব্বাস, সিরাজুল হক, শ্রমিক দল সচিব আবু তাহের, আজাদ, আব্দুল মান্নান, আব্দুল আজিজ, শাহদাত হোসেন, ছালেহ আহমদ, মমতাজ বেগম, কোরবান আলী, আজিজুর রহমান ভুলু, কুতুব উদ্দিন, যুবদল নেতা ফারুক, রুবেল, আলমগীর, আব্দুল নুর, মোহাম্মদ জাহাঙ্গীর, দেলোয়ার, হোসেন, সুমন, মাহবুব প্রমুখ। সভায় এলাকাবাসী এলাকার পানি সমস্যা, টিসিবি পণ্য বিতরণের ব্যপারে নজর রাখার জন্য প্রধান অতিথিকে অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা
পরবর্তী নিবন্ধসিপিডিএল আরবি মিডটাউন শপিং মলের গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন