ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা

| সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি ২দিনব্যাপী প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের রেক্টর ও নীতিনির্ধারক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরীর নির্দেশনাক্রমে আয়োজনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আহমেদ শাহীন আল রাজী স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি ছিলেন এম এম ইস্পাহানি লিমিটেডের পরিচালক আলী ইস্পাহানি। বিশেষ অতিথি ছিলেন ওমরগণি এম..এস কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মনসুর উদ্দিন আহমেদ। তিনি শুভেচ্ছা বক্তব্যে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের ভূয়সী প্রশংসা করেন এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো অত্র প্রতিষ্ঠানের ন্যায় সহপাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনা করলে শিক্ষার্থীদের সৃষ্টিশীল মেধা বিকাশে সহায়ক হবে বলে মন্তব্য করেন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের রেক্টর সহধর্মিণী তৌহিদা ইসলাম, ইস্পাহানি লিমিটেডের জেনারেল ম্যানেজার হোসাইন মো. পিসনেওয়াজ, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যবৃন্দ, প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ, এম এম ইস্পাহানি লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। দুইদিনব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে নৃত্য, সংগীত, অভিনয়, আবৃত্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শিত হয়।শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তির আলোয় জাগ্রত হোক মাতৃভাষার অধিকার’
পরবর্তী নিবন্ধ২৩নং দক্ষিণ ধনিয়ালাপাড়া ওয়ার্ডে ৩১ দফার আলোচনা