ধর্মীয় উসকানিদাতাদের থামাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান

হাটহাজারীতে হেফাজতের সমাবেশ

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৯ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ ও রাসুল (সা🙂 এবং ধর্ম অবমাননাকারী রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান ও সোহেল হাসান গালিব এবং স্বামীকে আটকে রেখে রোযাদার স্ত্রীকে উপর্যুপুরী ধর্ষণের দায়ে সাবেক র‌্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের সর্বোচ্চ শাস্তির দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার ব্যবস্থাপনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকেলে হাটহাজারী ডাক বাংলো চত্বরে হাটহাজারী উপজেলা হেফাজতের সহ সভাপতি মাওলানা আশরাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরিস নদভী বলেন, পতিত স্বৈরাচারের প্রধানতম অস্ত্র ছিল দেশে সামপ্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করা এবং এর ছত্রছায়ায় নানান দুর্নীতিঅনিয়ম, খুনগুম ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা।

অভ্যুত্থান পরবর্তী এমন ধর্মীয় সর্বোচ্চ অনুভূতির জায়গায় আঘাতের মাধ্যমে সেই একই চক্রান্তের পুনরাবৃত্তি করতে চাচ্ছে ঘাপটি মেরে থাকা গালিব ও রাখাল রাহার মতো পতিত স্বৈরাচারের দোসররা। বাকস্বাধীনতার নামে একশ্রেণীর বিকারগ্রস্ত মানুষ ইসলামকে, ইসলামের নবীকে বারবার অবমাননার চেষ্টা করে যাচ্ছে। নাস্তিকতার আড়ালে তারা এদেশের মানুষের মধ্যে বৃহদাকারে দাঙ্গা তৈরি করে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। তাঁরা সরকারকে অবিলম্বে এ ধরনের ধর্মীয় উসকানিদাতাকে থামাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে সভাপতি-সম্পাদকসহ ৯ পদে বিএনপিপন্থীদের জয়
পরবর্তী নিবন্ধএবি ব্যাংকের গ্রাহক সম্মাননা অনুষ্ঠান