কক্সবাজারে সভাপতি-সম্পাদকসহ ৯ পদে বিএনপিপন্থীদের জয়

| সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৮ পূর্বাহ্ণ

আইনজীবী সমিতির নির্বাচন

কক্সবাজার প্রতিনিধি

কক্স বাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংখ্যাগরিষ্ঠ বিজয় হয়েছে। ১৭ পদের মধ্যে সভাপতিসাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিজয়ী হয়েছেন তারা। তাদের প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্যানেল থেকে ৬টি এবং আওয়ামী লীগ সমর্থিত তবে প্যানেলবিহীন স্বতন্ত্র ২জন বিজয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত প্যানেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট ছৈয়দ আলম সভাপতি এবং অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত শনিবার কঙবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছৈয়দ আলম পেয়েছেন ৪৯৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী সমর্থিত লইয়ার্স কাউন্সিল মনোনীত এ.কে.এম শাহজালাল চৌধুরী পেয়েছেন ৩৪৪ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী মোহাম্মদ তাওহীদুল আনোয়ার পেয়েছেন ৩৭২ ভোট। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম ফারুক খান কায়সার পেয়েছেন ২৭৩ ভোট। সমিতির কার্যনিবাহী কমিটির ১৭টি পদে এবার মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

কঙবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ও জামায়াত ইসলামী সমর্থিত আইনজীবীরা দীর্ঘদিন ধরে ১৭টি পদে ঐক্যবদ্ধ হয়ে যৌথভাবে প্যানেল করে নির্বাচন করতো। কিন্তু আওয়ামী লীগ ও তাদের জোটের দলগুলো ঐক্যবদ্ধ কোনো প্যানেল দেয়নি। ফলে দীর্ঘদিনের এই রেওয়াজ ভেঙে বিএনপি এবং জামায়াত ও ইসলামী সমর্থিত আইনজীবীরা ২টি প্যানেলে নির্বাচন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা মেরামতের জন্য প্রয়োজন ৩১ দফা বাস্তবায়ন
পরবর্তী নিবন্ধধর্মীয় উসকানিদাতাদের থামাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান