৭১ এর রণাঙ্গনের বীর সৈনিক, সীতাকুণ্ড পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নায়েক (অবঃ) শফিউল আলম আর নেই। তিনি গতকাল বিকাল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাঁর বাড়ি সীতাকুণ্ড পৌরসভার পশ্চিম মহাদেবপুর গ্রামে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৭। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র, ২ মেয়েসহ অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ সোমবার সকাল ১০টায় সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে আমিরাবাদ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।