বাঁশখালীতে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১৮ পূর্বাহ্ণ

বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের গতকাল রবিবার বাঁশখালী আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, বাঁশখালীর কাথরিয়া এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি আজগর আলীকে গ্রেপ্তার করা হয়। পৌরসভার উত্তর জলদী এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি দিলদার প্রকাশ দিদারকে গ্রেপ্তার করা হয়। পুকুরিয়া ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামি বশির আহাম্মদকে গ্রেপ্তার করে পুলিশ। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম অপরাধীদের গ্রেপ্তারে সবাইকে এগিয়ে এসে পুলিশ প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধদূরের সুপারনোভা বদলে দিয়েছিল পৃথিবীর ভাইরাসের ধরন?
পরবর্তী নিবন্ধনিষ্ঠা ফাউন্ডেশনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন