মীরসরাইয়ে ফেনী নদীর তীরের ফসলি জমি থেকে সশস্ত্র সন্ত্রাসীরা মাটি কেটে নিতে বারবার হানা দিচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসী। মাটি কেটে নিতে সকাল–সন্ধ্যা সশস্ত্র সন্ত্রাসী হানা দেয়ায় জমি রক্ষায় গ্রামবাসী পাহারা বসিয়েছে।
জানা গেছে, মীরসারই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের প্রায় শত একর জমির বেশ কিছু অংশ থেকে ইতিপূর্বে নদীতে মেশিন বসিয়ে মাটি কেটে নিয়ে গেছে ওপারের ভূমিদস্যুরা। পশ্চিম জোয়ার গ্রামের কৃষক হক সাব ( ৫২), মোবারক হোসেন ( ৪৯) ও জসীম উদ্দিন (৪৮) বলেন, এখানে আমাদের সরিষা ক্ষেত, বাদাম ক্ষেতসহ নানান সবজি ক্ষেত থাকা সত্ত্বেও ওপারের সশস্র সন্ত্রাসীরা আমাদের জমির মাটি কেটে নিয়ে যাবার চেষ্টা করে। কখনো গভীর রাতে কখনো দিন দুপুরে কিরিচ, বন্দুকসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আসে আমাদের পাড়ের মাটি কেটে নিতে। স্থানীয় কৃষকরা আরো জানান, ওদের আতংকে আমাদের দিন–রাতে পাহারা দিতে হয়। এমতাবস্থায় প্রশাসন ও সরকারের কাছে আমাদের গ্রাম রক্ষার দাবি জানাচ্ছি। এই বিষয়ে পশ্চিম জোয়ার গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, এখানে অভিযান ক্লাবের উদ্যোগে একটি খেলার মাঠও স্থাপন করা হয়েছে। রয়েছে অর্ধশত কৃষকের জমি। আজ (গতকাল রবিবার) সকালেও ওপার থেকে কতিপয় অস্ত্রধারী হানা দিয়েছিল এপারে। এভাবে সপ্তাহ জুড়েই উদ্বিগ্ন আমরা। তবে আমরা যে কোনো মূল্যেই এই গ্রাম রক্ষা করতে প্রস্তুত।
নদীর ওপারের ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, তার এলাকা নয় হামলাকারীরা জোরারগঞ্জ থানা এলাকা দিয়ে হানা দিচ্ছে।
জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, এ ঘটনায় ইতিমধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে।