হাটহাজারীতে মো. আজিজুল হক (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো. ছানোয়ার হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার বিকালের দিকে পৌরসভার কামাল পাড়াস্থ দশতলা বিল্ডিং সংলগ্ন এলাকা থেকে ওই আ.লীগ নেতাকে আটক করা হয়।
গুমানমর্দ্দন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. মুজিবুর রহমান জানান, আটক ওই আ.লীগ নেতা উপজেলার গুমাণমর্দ্দন ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার মৃত নজরুল ইসলাম বোচার পুত্র। সে একই ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য ছিলেন।
সূত্রে জানা যায়, ওই আ.লীগ নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গত কয়েকদিন পূর্বে রুজু হওয়া একটিসহ মোট দুটি মামলার এজাহার নামীয় আসামি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি এলাকা থেকে গা ঢাকা দিয়ে আত্নগোপনে চলে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে রবিবার রাতে এ প্রতিবেদক কে জানান, মোট দুটি মামলার এজাহার নামীয় আসামী আ.লীগ নেতা আজিজুল ইসলাম চৌধুরী প্রকাশ নাসির বলি কে রবিবার সকালের দিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।