পেন্টাগনে ট্রাম্পের ঝাঁকুনি, শীর্ষ এক জেনারেল ও নৌপ্রধান বরখাস্ত

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:১৩ পূর্বাহ্ণ

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর নানা ধরনের সিদ্ধান্ত আর আদেশে যে চমক দিতে শুরু করেছিলেন, তার সবশেষ উদাহরণ হয়ে এসেছে দেশটির সামরিক নেতৃত্বে বড় পরিবর্তনের খবর। খবর বিডিনিউজের।

সিএনএন, রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, শুক্রবার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান, বিমান বাহিনীর জেনারেল চার্লস কিউ ব্রাউনকে সরিয়ে দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, আরও পাঁচজন অ্যাডমিরাল এবং জেনারেলকে বরখাস্ত করেছেন তিনি। ট্রুথ সোশ্যালে পোস্ট এক বার্তায় ট্রাম্প বলেছেন, তিনি ব্রাউনের জায়গা ফিরিয়ে আনতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড্যান রাজিন কেইনকে। এফ১৬ যুদ্ধবিমানের সাবেক পাইলট কেইন গত বছরের শেষ পর্যন্ত সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিতে সামরিক বিষয়ক সহযোগী পরিচালক ছিলেন। এদিকে যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা বিষয়ক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল পেন্টাগন জানিয়েছে, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনীর উপপ্রধান এবং সেনা, নৌ ও বিমান বাহনীর অ্যাডভোকেট জেনারেল পদেও রদবদল করতে যাচ্ছেন প্রেসিডেন্ট। এদের মধ্যে নৌবাহিনী প্রধানের দায়িত্ব চালিয়ে আসা অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি দেশটির সশস্ত্র বাহিনীর কোনো বিভাগের প্রথম নারী প্রধান। ট্রাম্পের এই সিদ্ধান্তে পেন্টাগনে এক ধরনের অস্থিরতা তৈরি করেছে। যদিও প্রেসিডেন্টের আমেরিকা ফার্স্ট পররাষ্ট্রনীতির আওতায় সশস্ত্র বাহিনীতে কর্মরত বেসামরিক কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাই, প্রতিরক্ষা বাজেটে নাটকীয় পরিবর্তন এবং বিভিন্ন স্থানে সেনা অবস্থান বদলের ধারাবাহিকতায় এমন যে পরিবর্তন আসবে, তা অনেকটা অনুমেয়ই ছিল।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি শিশু নিহত
পরবর্তী নিবন্ধখনিজ না দিলে ইউক্রেনে স্টারলিংক বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র