জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ডিরেক্টর, বিজনেস ডেভেলপমেন্ট, ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশ সারওয়াত রেজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি ও জিপিএইচ ইস্পাতের চেয়াম্যান মোহাম্মদ আলমগীর কবির ও ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার। এছাড়া স্কুলের পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, মো. আব্দুল আহাদ ও সোলাইমান কবীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, মেমোরি টেস্ট, অংক দৌড়, কক ফাইট, ঝুড়িতে বল নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজ ইত্যাদি প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানেছোট সোনামনিরা নাচ, গান, কবিতা আবৃত্তি, যাদু প্রদর্শনী ও ফ্যাশন শোতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল খান্দকার ফারহাদ হোসেন (অব.) স্বাগত বক্তব্য রাখেন।