অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজে বেল্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠান হাটহাজারীস্থ প্রধান প্রশিক্ষণ স্থানে গত ২২ ফেব্রুয়ারি বিকেলে সম্পন্ন হয়েছে। অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান প্রশিক্ষক শিহান অজয় দে’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সভাপতি শিহান শাহজাদা আলম। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিজিক্যাল এডুকেশন বিভাগের ডিরেক্টর আনিসুল আলম। বক্তব্য রাখেন সার্জেন্ট ( অবঃ) মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর রুপন ধর, আইটিএফ প্রধান কোচ মো. আলী আকবর, গাজী একাডেমি প্রধান কোচ মো. গাজী ইউনুছ, আলতাফ ফোরকান,ওবায়দুল হক সাগর, ফ্রিডম ফাাইটার কারাতে ক্লাবের প্রধান নথনেল গোমেজ প্রিন্স, সহ বিভিন্ন ক্লাবের প্রশিক্ষক, কর্মকর্তা ও ছাত্র ছাত্রীবৃন্দ।