সিসিপিএ’র উদ্যোগে ফ্রি স্টাইল দাবা টুর্নামেন্ট

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৫ পূর্বাহ্ণ

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চট্টগ্রাম জেলা দাবা খেলোয়াড় সমিতির সিসিপিএর উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে ফিশার র‌্যান্ডম বা ফ্রি স্টাইল দাবা টুর্নামেন্ট। ২১ ফেব্রুয়ারি কাজির দেউড়িস্থ স্টেডিয়াম শপিং কমপ্লেক্স সিসিপিএ কার্যালয়ে অনুষ্ঠিত টুর্নামেন্ট শেষে বিকাল পাঁচটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সভাপতি শহিদুর রহমান। উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ফিদে মাস্টার আব্দুল মালেক বাপ্পী, এড. সত্যঞ্জয় বড়ুয়া, আবু মহসিন, মির্জা আরিফুর রহমান, জাহাঙ্গীর আলম, সুলতান খাদেম, রুহুল আমিন প্রমুখ। টুর্নামেন্টে ফজলে নুর বাপ্পী চ্যাম্পিয়ন এবং ইফতেখার আলম রানার্স আপ হন। তৃতীয় হয়েছেন ফিদে মাস্টার আব্দুল মালেক, চতুর্থ এমকে শাহীন, পঞ্চম মির্জা আরিফুর রহমান। টুর্নামেন্ট এ আরবিটারের দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধমানবতার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে
পরবর্তী নিবন্ধমাদারবাড়ী মাতৃছায়া একতা সংঘের ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন