মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামসহ সারাদেশে পালিত হয়। শহিদ দিবসের আলোচনা সভায় বক্তারা ভাষাশহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। বক্তারা নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
লায়ন্স জেলা : আন্তর্জাতিক লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫–বি৪ বাংলাদেশের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লায়ন্স নেতৃবৃন্দ। জেলা গভর্নর লায়ন কোহিনুর কামালের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম। পরে আলোচনা সভা একুশে উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ আশরাফ উল্লাহর সভাপতিত্বে ও কমিটির মেম্বার সেক্রেটারি লায়ন খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির কো–চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন আশিষ ভট্টাচার্য, ট্রেজারার লায়ন শোভন বড়ুয়া, লায়ন আমজাদ হোসেন, লায়ন শাহাদাত হোসেন মুন্না প্রমুখ। সভায় বক্তারা ১৯৫২ সালে ভাষা আন্দোলনে নিহত সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজ : ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে সভায় বক্তব্য দেন, অধ্যাপক শিরীন আক্তার চৌধুরী, অধ্যাপক হাসনা বানু বেগম, প্রভাষক আব্দুস সালাম। কবিতা আবৃত্তি করেন অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী এবং প্রভাষক ফয়জুন নেসা রিংকী। অধ্যাপক মো. জাফর উল্লাহ মুনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক সায়মা মান্নান নোভা।
ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় : ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাজিয়া আফরিন কুহেলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল আলম, ফতেয়াবাদী, সেবিকা মূখাজী, শিখা রাণী দেবী, রিমন কান্তি মুহুরী, শারমিন সুলতানা, পুতুল রাণী নাথ, শওকতের রহমান, আতিকুল ইসলাম, কামরুল ইসলাম আজিজুল হক প্রমুখ।
মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে আনোয়ারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মো. লোকমান চৌধুরী, মো. মিজানুর রহমান চৌধুরী, শহীদুল ইসলাম শহীদ, মো. শাহজাহান সিরাজ সুৃমন, রাজীব উদ্দিন চৌধুরী জনি,শাহজাহান খালেদ চৌধুরী, মেজবাহ উদ্দিন, মো. রাশেদ, মো. হারুন উর রশীদ,টিপু সুলতান, মো. শাকিল, মো. মহিবুর রহমান চৌধুরী, মো. আবদুল্লাহ আল নোমান প্রমুখ। মো. রিয়াদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও অনুষ্ঠান সঞ্চালনা করেন মো, মোরশেদ আলম।
বায়েজিদ মডেল স্কুল : বায়েজিদ মডেল স্কুলের উদ্যোগে ‘ভালোবাসি আমি আমার ভাষাকে’ শীর্ষক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি ছিলেন সরকারের অতিরিক্ত সচিব জাফর আলম। মো. মাজহারুল হকের সভাপতিত্বে সভায় অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিকশিল্পী আয়েশা হক শিমু। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফাতেমা জান্নাত, মুন্নি বড়ুয়া, মো. আল ঈশাদ চৌধুরী, মোহাম্মদ মানজুরুল হক, রোমানা আক্তার, তানভীর তাবাসসুম তারিন, রাজিয়া সুলতানা সুমি, তানিয়া আফরোজ তন্বী, নন্দিতা ধর, তাহমিনা ইয়াসমিন, ফওজিয়া আকতার বকুল, শাওরিন সুলতানা, রশ্মি বড়ুয়া, তাইফা ইয়াসমিন, জান্নাতুল বাকি শান্তা, সানজিদা সুলতানা সোমা, প্রিয়াংকা মল্লিক, চৈতি ও সানি।
প্রিমিয়ার ইউনিভার্সিটি : প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা–শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আরো শ্রদ্ধা জানান প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার আগে সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, অধ্যাপক অমল ভূষণ নাগ, প্রকৌশল অনুষদের শিক্ষক প্রফেসর মিহির কুমার রায়, ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর এম. মঈনুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহম্মদ ইব্রাহিম, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, ইইই বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, সঞ্জয় কুমার দাশ, ড. মো. জাহেদুল ইসলাম, লাইব্রেরিয়ান কাউসার আলম।
ইউসেপ : ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন ২ টি টিভিইটি ইনস্টিটিউট (ইউসেপ আমবাগান টিভিইটি ইনস্টিটিউট এবং এ কে খান ইউসেপ টিভিইটি ইনস্টিটিউট), ৮ টি টেকনিক্যাল স্কুল (ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুল ,ইউসপে মতিঝর্ণা টেকনিক্যাল স্কুল, ইউসেপ পাহাড়তলী টেকনিক্যাল স্কুল, ইউসেপ আমির হোসনে দোভাষ টেকনিক্যাল স্কুল, ইউসেপ মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুল, ইউসেপ চরচাক্তাই টেকনিক্যাল স্কুল, ইউসেপ টেকনিক্যাল স্কুল, এ কে খান ইউসেপ টেকনিক্যাল স্কুল) ও এ কে খান ইউসেপ পলিটেকনিক ইনস্টিটিউট এবং ইউসেপ ইন্সটটিউিট অব সাইন্স এন্ড টেকনোলোজিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী মাসুদ আলমের নেতৃত্বে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
চুয়েট : চুয়েটে মহান শহীদ দিবস উপলক্ষে গত শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ভাইস–চ্যান্সেলর অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম। ছাত্র–ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন সাদমান রহমান অনন্ত, তানভীর আহমেদ চৌধুরী, ছাত্রী রিয়া ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ–পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান ও অধ্যাপক প্রিয়ন্তি পাল টুম্পা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী মাওলানা নুরুল্লাহ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
এ উপলক্ষে বিশেষ মুনাজাত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বন্দরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন, কবিতা পাঠ, রচনা ও সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সিভাসু : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) মহান শহিদ দিবস দিবস উদযাপন করা হয়। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে প্রভাতফেরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। কর্মসূচিগুলোতে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
হাটহাজারীর নাজিরহাট কলেজ : হাটহাজারীর নাজিরহাট কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। গত ২১ ফেব্রয়ারি সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহির উদ্দিন সিদ্দিকী (শাহীন) ও উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলামসহ শিক্ষক–শিক্ষার্থী–কর্মচারীদের সাথে নিয়ে অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য্যের পরিচালনায়, রোভার, রেঞ্জার এবং রেড ক্রিসেন্টের সম্মান প্রদর্শন পূর্বক জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা অর্ধনমিত করে দিবসের কর্মসূচির সূচনা করেন। পরে প্রভাত ফেরির মাধ্যমে শহিদ মিনারে পুষ্পার্র্ঘ্য অর্পন করে ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষে উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক শিরীন আক্তার, অধ্যাপক এস এম কাউছার এবং অধ্যাপক তপন কুমার নাথ প্রমুখ।
এপেক্স বাংলাদেশ জেলা–৩ : ২১ ফেব্রুয়ারি এপেঙ বাংলাদেশ জেলা–৩ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে এপেক্স বাংলাদেশ, জেলা–৩ এর পক্ষ থেকে জেলা গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়ার নেতৃত্বে চট্টগ্রামের বিএড কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা সচিব এপেঙিয়ান মুহাম্মদ আরিফ খানসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা–৩ এডিটর মোঃ আবু সাঈদ তালুকদার খোকন, এপেক্স ক্লাব অব চিটাগংয়ের সদ্য অতীত সভাপতি এপেক্সিয়ান মহিউদ্দিন চৌধুরী জিকু, এপেক্স ক্লাব অফ চিটাগংয়ের অতীত সভাপতি এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার মোঃ মহসীন, এপেক্স ক্লাব অব বার আউলিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান রানা দাশ, এপেক্স ক্লাব অব চিটাগাংয়ের অতীত সভাপতি এপেক্সিয়ান রুবেল হোসেন নীল, এপেক্সিয়ান জসিম মঞ্জু, সৈয়দা নাজিয়াত, সৈয়দা জোহানাত, সুরাইয়া তাবাসসুম ফাইজা, আরাফাত খান প্রমুখ। পরিশেষে ভাষা শহীদদের রূহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।