নির্বাচনে জিততে ব্যবসায়ীকে স্বৈরাচারের দোসর সাজিয়ে থানায় সোপর্দের অভিযোগ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৭ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদে বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি চট্টগ্রাম সার্কেলের নির্বাচন চলাকালে আবু নাসের রনি নামে এক ব্যবসায়ীকে অপর পক্ষের লোকজন পতিত স্বৈরাচারের দোসর বলে তুলে নিয়ে থানায় দিয়ে আসার অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার দুপুরে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন নির্বাচন চলাকালে এই ঘটনা ঘটে। এসময় ব্যবসায়ী আবু নাসের রনির প্যানেলের লোকজন তাৎক্ষণিকভাবে নির্বাচন বর্জন করে থানায় গিয়ে ব্যবসায়ী আবু নাসের রনিকে ছাড়িয়ে আনেন।

এ ব্যাপারে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ আজাদীকে বলেন, আবু নাসের রনি নামের এক ব্যবসায়ীকে স্থানীয় কয়েকজন যুবক ধরে স্বৈরাচারের দোসর বলে থানায় নিয়ে আসে। পরে উনার পক্ষে আবার বেশ কিছু লোকজন থানায় আসলে আমরা সব কিছু যাচাইবাছাই করে উনাকে ছেড়ে দিয়েছি। উনার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধহাসিনা পালিয়ে গেলেও তার দোসরেরা এখনো রয়ে গেছে
পরবর্তী নিবন্ধবিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষা রক্ষা করতে হবে