চকরিয়ায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় বহুতল ভবনটির দারোয়ানকে হাত–পা বেঁধে ছুরিকাঘাত করার পর তাকে দিয়ে দরজা খুলতে বাধ্য করা হয়। এরপর সশস্ত্র ডাকাতরা বাড়িতে ঢুকে প্রবাসীর স্ত্রী ও কন্যাকে বেধড়ক পিটিয়ে এবং জিম্মি করে লুট করে নেয় নগদ টাকা, স্বর্ণালঙ্কার, বেশ কয়েকটি মোবাইল সেটসহ দামি মালামাল।
গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চকরিয়া পৌরশহরের থানা সেন্টার এলাকার বাটাখালী হিন্দু পাড়ার প্রবাসী শ্রীমন্ত দাশের বাড়িতে এ ডাকাতির ঘটনাটি ঘটে।
সশস্ত্র ডাকাতের হামলা ও পিটুনিতে দুই নারী ও দারোয়ান আহত হন। তন্মধ্যে ছুরিকাঘাতে আহত হন দারোয়ান রবীন্দ্র দাশ (৬৫), পিটুনিতে আহত হন প্রবাসী শ্রীমন্তের স্ত্রী রুবি দাশ (৩৮) ও কন্যা চকরিয়া কোরক বিদ্যাপীঠের দশম শ্রেণীর শিক্ষার্থী সুক্তা দাশ (১৬)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী দুবাই প্রবাসী শ্রীমন্ত দাশ জানান, তার বাড়ির একপাশে চকরিয়া থানার বাউন্ডারি, আরেক পাশে সহকারী পুলিশ সুপারের কার্যালয়। তিনি এবং তার ভাই বর্তমানে প্রবাসে রয়েছেন। প্রবাস জীবনে থেকে অনেক কষ্ট করে বাড়িটি নির্মাণ করেন। সেই বাড়িতে স্ত্রী ও কন্যা থাকছেন কয়েকবছর ধরে। তিনি আরও জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে তাদের বাড়িতে হানা দেয় সশস্ত্র ডাকাতদল। ৭–৮ সদস্যের ডাকাতদলটি প্রথমে বাড়ির দারোয়ান রবীন্দ্র দাশের গলায় ছুরি ও মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হাত–পা বেঁধে ফেলে। এরপর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের মাধ্যমে দারোয়ানকে বাধ্য করে মালিকের বাড়ির ফ্লাটের দরজা খুলতে। দারোয়ানের ডাক পেয়ে ভেতর থেকে দরজা খোলার সাথেই হামলে পড়ে সশস্ত্র ডাকাতদল। এ সময় স্ত্রী ও কন্যাকে বেধড়ক পিটিয়ে এবং অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে নেওয়া হয় লক্ষাধিক টাকা, চার ভরি স্বর্ণালঙ্কার, বেশ কয়েকটি মোবাইল সেটসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল।
চকরিয়া থানা সেন্টার এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, থানা এবং পুলিশের সার্কেল অফিসের সামনের প্রবাসীর বাড়িতে যখন দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হচ্ছিল, তখন থানার সামনে রাত একটা থেকে তিনটা পর্যন্ত সাহারবিল ইউনিয়নের কামাল, বাবুসহ দুর্ধর্ষ একাধিক ডাকাত–সন্ত্রাসীরা ঘুরাঘুরি করছিল। মূলত তারা থানার সামনে অবস্থান করছিল পুলিশের গতিবিধি পর্যবেক্ষণের জন্য। এই সুযোগে নির্বিঘ্নে প্রবাসী শ্রীমন্ত দাশের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত করে নিরাপদে পালিয়ে যায়।
এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, থানার বাউন্ডারির লাগোয়া প্রবাসীর বাড়িতে ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চকরিয়া থানার ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।