নগরে সীমিত পরিসরে পানি সরবরাহ শুরু

ওয়াসার ক্ষতিগ্রস্ত পাইপলাইন সংস্কার । কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-১ এর উৎপাদন শুরু । পুরোদমে সরবরাহ করতে সময় লাগবে

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ওয়াসার ক্ষতিগ্রস্ত পাইপলাইন সংস্কার করা হয়েছে। সংস্কার শেষে নগরীতে সীমিত পরিসরে পানি সরবরাহ শুরু হয়েছে। তবে পুরোদমে পানি সরবরাহ শুরু করতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন ওয়াসার সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি রাতে ক্ষতিগ্রস্ত পাইপলাইনের সংস্কার কাজ শেষ করে চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলী টিম। সংস্কার কাজ শেষে সীমিত পরিসরে পানি সরবরাহ শুরু করে পরীক্ষা করে দেখা হয়। এরপর গতকাল সারা দিন ক্ষতিগ্রস্ত পাইপলাইন দিয়ে সীমিত পরিসরে নগরীতে পানি সরবরাহ চালু রাখা হয়।

চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে জলাবদ্ধতা নিরসনে সিডিএর খাল খনন প্রকল্পে পাইলিংয়ের কাজে অনন্যা আবাসিকের অক্সিজেনকুয়াইশ সড়কে ওয়াসার মূল সঞ্চালন লাইনের পাইপ কেটে যায়। এরপর ওয়াসার রাঙ্গুনিয়াস্থ কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প১ এর পানি আসা বন্ধ হয়ে যায়। ফলে গত ৪৫ দিন ধরে নগরজুড়ে পানির হাহাকার চলছে।

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন আজাদীকে বলেন, ক্ষতিগ্রস্ত পাইপলাইন শুক্রবার রাতে মেরামত করতে সক্ষম হয়েছি। আমরা পরীক্ষামূলকভাবে পানি সরবরাহ শুরু করেছি। এখন মোটামুটি ঠিক আছে। মেরামত করার পর এখন অবজারভেশনে রাখা হয়েছে।

তবে এখনো পুরোদমে চালু করছি না। কিছু পাম্প বন্ধ রাখা হয়েছে। এই পাইপলাইনের কারণে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প১ এর উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। এখন সীমিত পরিসরে চালু করা হয়েছে। গত শুক্রবার রাতে ক্ষতিগ্রস্ত পাইপলাইনের মেরামত কাজ শেষে নগরীতে এই পাইপলাইন দিয়ে পানি সরবরাহ শুরু হয়েছে। তবে নগরীতে পানি সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে একটু সময় লাগবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিদেশি দুটি পিস্তলসহ নগর ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জের গুদামে বিষক্রিয়ায় শ্রমিক মৃত্যুর গুঞ্জন