মীরসরাইয়ে পারিবারিক বিবাদ মিটাতে গিয়ে প্রবাসীর মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২২ ফেব্রুয়ারি, ২০২৫ at ১১:৩৮ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে পারিবারিক বিবাদ মিটাতে গিয়ে মহিউদ্দিন (৪০) নামে প্রবাসীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দরের নোয়াপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহত মহিউদ্দিন (৪০) উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের মাদবারহাট এলাকার নন্দি গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে৷ বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম৷

স্থানীয় সূত্রে জানা যায়, মহিউদ্দিন গত কয়েকদিন আগে ওমান থেকে দেশে ফিরেন৷ বোনের বাড়িতে পারিবারিক বিবাদ খবর শুনে সেখানে যায়। এই সময় তার বোনের স্বামী শরীফের সাথে মহিউদ্দিনের হাতাহাতি হয়। এক পর্যায়ে বোনের স্বামী শরীফের সাথে মারামারির পর্যায়ে গেলে এতে মহিউদ্দিন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

এ বিষয়ে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মস্তাননগর হাসপাতালে) কর্তব্যরত চিকিৎসক ফাহিম ফেরদৌস বলেন, শুক্রবার রাত এগারোটার দিকে মহিউদ্দিন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে নিহত ব্যক্তির শরীরে জখমের কোন চিহ্ন দেখা যায়নি।

এই বিষয়ে জানতে চাইলে নিহত মহিউদ্দিনের ছোট বোন সেলিনা আক্তার বলেন, শুক্রবার দিনভর বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে টাকা এনে দেয়ার জন্য আমাকে নির্যাতন করছিল আমার স্বামী। খবর পেয়ে আমার ভাই মারধরের বিষয়ে জানতে ও আমাদের সংসারে শান্তি ফিরিয়ে আনতে আলোচনা করার জন্য আমার স্বামীর বাড়িতে আসলে স্বামী ও শ্বশুর শাশুড়ি এবং তার আত্মীয় স্বজনরা মিলে পিটিয়ে আমার ভাইকে মেরে ফেলেছে।

এ সময় আমি বাঁধা দিলে আমাকেও মারধর করে আমার একটি পা ভেঙে ফেলে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, পারিবারিক বিবাদ মিটাতে বোনের বাড়িতে গিয়ে বোনের স্বামী ও তার পরিবারের লোকজনের হাতে মারধরের শিকার হয়ে প্রবাসী মৃত্যুর বিষয়টি সত্য।

এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এই ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছি আমরা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামস্থ ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার চারগাছবাসী মিলনমেলা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে যুবলীগ নেতা এনাম গ্রেফতার