আমরা হারামকে ত্যাগ করে হালালের পথে থাকব- সৈয়দ মুজিবুল বশর

সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর খোশরোজ সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১১:৩৩ অপরাহ্ণ

এশিয়া মহাদেশের অন্যতম প্রাণপুরুষ ‌‌অলিয়ে কামেল আওলাদে‌ রাসুল (সাঃ) গাউছুল আজম হযরত শাহসুফী‌ মাওলানা সৈয়দ গোলামুর‌ রহমান আল হাচানী আল মাইজভান্ডারী প্রকাশ বাবাভান্ডারী (কঃ)কেবলা কাবার পুত্র গা‌উছে জামান মাইজভান্ডার দরবার শরীফের মাইজভান্ডারী ত্বরিকার অন্যতম সাধক আওলাদে রাসুল (সা.) হযরতুলহাজ্ব শাহসূফি মাওলানা সৈয়দ শফিউল বশর (কঃ) আল হাছানী আল মাইজভান্ডারীর ১০৭ তম ৩দিন ব্যাপী পবিত্র খোশরোজ শরীফ পালিত হয়েছে।

গতকাল ২০ ফেব্রুয়ারী মাইজভান্ডার দরবার শরীফস্থ গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে মহাসমারোহে ওরশ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে মঞ্জিলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। খোশরোজ শরীফ উপলক্ষ্যে দেশ-বিদেশের লাখো ভক্তের সমাগম ঘটে । আগত ভক্তরা মাইজভান্ডার শরীফের রওজায় কোরান শরীফ ও অজিফা পাঠ এবং জিকির করতে দেখা যায় । সে সাথে মহান রাব্বুল আলামিনের নিকট দু’হাত তুলে নিজ নিজ মনোবাসনা পূরনের জন্য অশ্রু সিগ্ধ নয়নে ফরিয়াদ জানান। গতকাল সমাপনী দিনে মাইজভান্ডার শরীফে ভক্তদের উপস্থিতিতে কোথা ও তিল ধারনের জায়গা ছিল না । আগতভক্তদের হাজারো যানবাহন নাজিরহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছরি মহাসড়ক , মাইজভান্ডার শরীফের পশ্চিমে ও নাজিরহাট-মাইজভান্ডার সড়কের ৮/১০ কিলোমিটার জুড়ে রাখা হলে ও আইন শৃঙ্খলা বাহিনী ও সেচ্ছা সেবকদের সুন্দর পরিচালনায় কোন যানজট দেখা যায়নি।

এদিকে আগত ভক্তরা গাউছিয়া রহমান মঞ্জিলে সাজ্জাদনশীন শাহাজাদায়ে গাউছুল আজম হযরত শাহ্ সূফী মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাছানী আল মাইজভান্ডারীর সাথে দীর্ঘ লাইন ধরে সাক্ষাত করে দোয়া কামনা করতে দেখা যায়।

পবিত্র খোশরোজ শরীফের শেষ দিনে বাদ আছর নামাজ শেষে মাইজভান্ডার শরীফের শাহী ময়দানে মিলাদ মাহফিলে, সাজ্জাদানশীন শাহ্জাদায়ে গাউসুল আযম হয়রত শাহ্সুফী আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল মাইজভান্ডারী বলেন, আল্লাহ তা’আলা সত্যবাদী তথা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকার আদেশ করেছেন। আর এটি খোদাভীরতা অর্জন করার সহজতম উপায়। তাছাড়া যেকোনো বিষয়ে কারো কাছ থেকে কোনো কিছু শেখার এবং গ্রহণ করার এটি একরকম স্বীকৃত এবং পরীক্ষিত পদ্ধতি।
তিনি আরো বলেন, কারো কাছ থেকে কিছু হাসিল করতে হলে তাঁর সাথে ঘনিষ্ঠভাবে থাক,তাঁর খেদমতে সংযোগ বৃদ্ধি করা আবশ্যক। তবেই তার কাছ থেকে কিছু নিতে পারবে। তাসাউফে ইসলামী শিক্ষার ক্ষেত্রে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের সোহবতের গুরুত্ব অপরিসীম। আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের সোহবত থেকে দূরে থাকলে সত্যিকার অর্থে তাক্বওয়া বা খোদাভীরতা অর্জন অনেকাংশে অসম্ভব বলা যায়।
সৈয়দ মুজিবুল বশর আল- হাছানী আল মাইজভান্ডারী আরো বলেন, কোরআন সুন্নাহ বর্হিভূত কোন কাজ মাইজভান্ডারে হয় না। যত প্রকার মন্দ কাজ আছে ; সব গুলো শয়তানে করে। দুনিয়াতে আমরা এমন ভাল কাজ করব যা করলে আল্লাহ- রাসুল খুশি হবে ,সে কাজ করব। এতে আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ হবে। আমরা হারামকে ত্যাগ করে হালালের পথে থাকব।
মাহফিল শেষে বিশ্ব উম্মার সুখ সমৃদ্ধি কামনা করে আখেরী  মোনাজাত পরিচালনা করেন, সাজ্জাদানশীন শাহ্জাদায়ে গাউসুল আযম হয়রত শাহ্সুফী আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল মাইজভান্ডারী। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা’র বুড়িচং আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসনাত উল্লাহ ফারুকী, মাওলানা গোলাম মোস্তফা শায়েস্তা খান আল আযহারী, মাওলানা দিদারুল আলম ও মাওলানা জাকির হোসেন সহ আশেকানে লাখো মাইজভান্ডারী ভক্ত।

খোশরোজ শরীফের আইন শৃংখলা রক্ষায় ভ্রাম্যমাণ ম্যাজিষ্ট্রেট,পুলিশ,স্বেচ্ছাসেবক বাহিনী ও গাউছিয়া রহমান মঞ্জিলের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রচুর স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকায় কোথাও কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ছাড়া লাখো ভক্তের অংশ গ্রহনের মাধ্যমে খোজরোজ শরীফ সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলামায় অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেফতার
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে আবদুল মজিদ শাহ’র বার্ষিক ওরশ কাল