এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিন, অন্যথায় আন্দোলন

মহানগরী জামায়াতের থানা প্রতিনিধি সম্মেলনে শাহজাহান চৌধুরী

| শুক্রবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:০৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৮ বছর পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হামলা, মামলা ও জেল জুলুম, নির্যাতন, নিপীড়নে জামায়াত শিবিরসহ বিরোধী দলের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। এখনো জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম কারারুদ্ধ। তিনি বয়স্ক লোক এবং শারীরিকভাবে খুবই অসুস্থ। মিথ্যা মামলায় ও ন্যায় ভ্রষ্ট বিচারিক রায়ে তিনি দণ্ডপ্রাপ্ত, অথচ তিনি সম্পূর্ণ নিরপরাধ। অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। অন্যথায় জামায়াত রাজপথে আন্দোলন করতে বাধ্য হবে। তিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ‘ডেভিল হান্ট’ অপারেশন আরো জোরদার করার দাবি জানান।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী শাখার থানা প্রতিনিধি সম্মেলনে তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। দেওয়ান বাজারস্থ মহানগরী কার্যালয়ে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, অধ্যক্ষ মুহাম্মদ তাহের, মহানগরী জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, আইনজীবী সৈয়দ আনোয়ার হোসেন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর ছিদ্দিক, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, থানা আমির ফারুকে আজম, আবুল মোকাররম, মুহাম্মদ আলমগীর ভূঁইয়া, এম এ গফুর, সুলতান আহমদ, আহমদ খালেদুল আনোয়ার, মাহবুবুল হাসান রুমী, মুহাম্মদ নুরুল আলম ও অধ্যক্ষ মুহাম্মদ সেলিম উদ্দীন, শাহজাহান মহিউদ্দীন, মুহাম্মদ সেলিম উল্লাহ জামান, আলতাফ উদ্দীন, আ ম ম মসরুর হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং উইম্যান চেম্বারে বেড়ে ওঠার গল্প শোনালেন ফিলিপাইনের রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব বেঙ্গল সিটির ইফতার সামগ্রী হস্তান্তর