চিটাগাং উইম্যান চেম্বারে বেড়ে ওঠার গল্প শোনালেন ফিলিপাইনের রাষ্ট্রদূত

| শুক্রবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:০৫ পূর্বাহ্ণ

চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সেমিনার হলে ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেটের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট আবিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশস্থ ফিলিপাইন রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট। বিশেষ অতিথি ছিলেন ফিলিপাইনের অনারারী কনসাল জেনারেল মোহাম্মদ আবদুল আউয়াল। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, নারীদের এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেন। তিনি তার ব্যক্তি জীবনে ৪ বোনের মাঝে বেড়ে ওঠার গল্প বলেন এবং সেখান থেকে নারীদের জীবনে লড়াই করে এগিয়ে যাওয়ার অনুভূতি প্রকাশ করেন। চিটাগাং উইম্যান চেম্বারের কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি। এছাড়াও ফিলিপাইনের বিনিয়োগ নিয়ে ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন ভাইস কনসাল লিন আর গুতেরেজ। শুরুতে মেইড ইন চিটাগাং শীর্ষক পণ্য প্রদর্শনীতে নারী উদ্যোক্তারা তাদের হাতের তৈরি উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করেন। পণ্য পরিদর্শন শেষে রাষ্ট্রদূত নারী উদ্যোক্তাদের প্রশংসা করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উইম্যান চেম্বারের প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদা আউয়াল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, পরিচালক গুলশানা আলী। উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা আর্থার এল. ব্লাস জেস, ভাইস প্রেসিডেন্ট সুলতানা নুরজাহান রোজী, পরিচালক কাজী তুহিনা আক্তার, রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা), সাভিনা ইকরাম সিরাজী, নাসরিন সুলতানা চৌধুরী, চৌধুরী জুবাইরা সাকী জিপসী, রেহনুমা মরিয়ম তুলি, প্রাক্তন পরিচালক নাসরিন সারোয়ার মেঘলা, শামীলা রিমা, আক্তার বানু ফেন্সি, সৈয়দা জিন্নাত আরা নিপুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসোনালী ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির কর্মী সমাবেশ
পরবর্তী নিবন্ধএটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিন, অন্যথায় আন্দোলন