হাটহাজারীর নাজিরহাট কলেজে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপিত হয়েছে। গত সোমবার সকালে শিক্ষক–শিক্ষার্থী–কর্মচারীদের সাথে নিয়ে বিএনসিসি, রোভার, রেঞ্জার এবং রেড ক্রিসেন্টে ইউনিটের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করে দিবসের কর্মসূচির সূচনা করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের এক মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিন সকাল ১০টায় কলেজ এডহক কমিটির সদস্য প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন, বিশেষ অতিথি অধ্যাপক সামিরা কুমকুম সবাইকে সাথে নিয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন। সবশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষক–কর্মচারি ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।