১১টি শিক্ষা বোর্ডের প্রায় এক হাজারের মত ক্রীড়াবিদ নিয়ে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামে। একেবারে স্কুল পর্যায় থেকে চলে আসা এই প্রতিযোগিতার থানা, জেলা, উপ অঞ্চল পেরিয়ে এখন বসতে যাচ্ছে জাতীয় পর্ব। আগামীকাল শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। এছাড়া আগামী ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম কলেজ মিলনায়তনে প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। দেশের সবচাইতে প্রাচীন এবং সবচাইতে বড় এই ক্রীড়া প্রতিযোগিতার ১৪১টি ইভেন্টের খেলা সমুহ অনুষ্ঠিত হবে পাঁচটি ভেন্যুতে। যেখানে অ্যাথলেটিক্স এবং সাইক্লিং হবে এম এ আজিজ স্টেডিয়ামে। ছাত্র এবং ছাত্রী উভয় গ্রুপের হকি খেলা হবে নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে। চট্টগ্রাম ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল মাঠে হবে ছাত্র–ছাত্রী উভয় গ্রুপের ক্রিকেট এবং বাস্কটবল। ছাত্র এবং ছাত্রীদের ভলিবল হবে চট্টগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। আর রাইফেল ক্লাবে হবে ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস প্রতিযোগিতা।
প্রতিবারের মত এবারও সারাদেশকে চারটি অঞ্চলে (চাঁপা, বকুল, গোলাপ, পদ্ম) ভাগ করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় চারটি অঞ্চলের ৪৪০ জন ছাত্র, ৪১৬ জন ছাত্রী, ৫৬ জন টিম লিডার এবং চার অঞ্চলের চারজন কন্টিনজেন্ট লিডারসহ মোট ৯১৬ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে চট্টগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ, বন গবেষণাগার উচ্চ বিদ্যালয় এবং রেলওয়ে পাবলিক স্কুল এন্ড কলেজে। অ্যাথলেটিক্সের ৪৩টি ইভেন্টে ২০০ জন ছাত্র এবং ১৭৬ জন ছাত্রী অংশ নিচ্ছে। এছাড়া ছাত্রদের হকিতে ৬৪ জন, ছাত্রীদের হকিতে ৬৪ জন, ক্রিকেটের ছাত্র এবং ছাত্রী বিভাগে ৫৬ জন করে। বাস্কেটবলে উভয় বিভাগে ৪০ জন করে, ভলিবলের উভয় বিভাগে ৪৮ জন করে, ব্যাডমিন্টনের উভয় বিভাগে ১২ জন করে, টেবিল টেনিসে ১২ জন করে এবং সাইক্লিংয়ের উভয় বিভাগে ৮ জন করে প্রতিযোগী অংশ গ্রহণ করছে।
প্রতিযোগিতা উপলক্ষ্যে গতকাল চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহমেদ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. এ কে এম সামসুদ্দিন আজাদ, প্রতিযোগিতার সম্পাদক এবং উপ পরিচালক শারীরিক শিক্ষা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মো. শহীদুল ইসলাম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রতিযোগিতার মিডিয়া কমিটির আহবায়ক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী, মাউশি চট্টগ্রাম এর পরিচালক প্রফেসর ফজলুল কাদের, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. সরওয়ার আলম চৌধুরী, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী সহ কর্মকর্তাবৃন্দ।