একুশ এলেই গাছে গাছে
পলাশ ফোটে
একুশ এলেই ভাইয়ের খোঁজে
মনটা ছোটে।
একুশ এলেই কৃষ্ণচূড়ার
শাখে শাখে
বিষন্ন এক সুরে সুরে
কোকিল ডাকে।
একুশ এলেই শহীদ মিনার
শোকে কাঁদে
একুশ এলেই মায়ের বুকে
পাথর বাঁধে।
একুশ এলেই রাজপথে ভাই
এগিয়ে চলে
হায়েনারা লড়াকুদের
পায়ে দলে।
একুশ এলে তাই
হারানোর ভয় পাই।