মীরসরাইয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৯ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে সাবিহা তাসনীম ও ইয়াফি নামে আড়াই বছর বয়সী দুই শিশু পৃথক স্থানে পুকুরে ডুবে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিকার জনার্দনপুর গ্রামের সুলতান মৌলভী বাড়ির মাজতাব হোসেন এর মেয়ে সাবিজা তাসনীম ঘরের পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায়।

সাবিহার চাচা ইকবাল হোসেন জানান, দুপুরে সবাই ঘরে খেতে বসে সাবিহাকে না দেখে খুঁজতে থাকে। পরে ঘরের পাশে পুকুরে লাশ ভাসতে দেখেন তার মা সাবরিনা আক্তার। তাকে উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মধ্যম সোনা পাহাড় গ্রামের প্রবাসী মো: ইমরান হোসেনের দুই বছর ৬ মাস বয়সী মেয়ে ইয়াফি ঘরের পাশে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। প্রতিবেশী হেলাল উদ্দিন জানান, বেলা ১১টায় ঘরে তাকে না দেখে সবাই খুঁজতে থাকেন। পরে বাড়ির পাশে পুকুরে ইয়াফির লাশ ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে দায়িত্বরত জয়া ধর জানান, শিশু ফাবিহা ও ইয়াফি নামের দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। হাসপাতালে আনার আগেই তারা মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধতিন নির্বাচনের ২২ ডিসি বাধ্যতামূলক অবসরে
পরবর্তী নিবন্ধস্থানীয় নির্বাচন দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই : আমীর খসরু