সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলের এ ঘটনার পর আগুন আশেপাশের পাহাড়গুলোতে ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যায় বিস্তৃত পাহাড়ি বনাঞ্চল। পরে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর আগে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের কর্মীরা পাহাড়ের পাদদেশে উপস্থিত হলেও পাহাড়ের ভূমি উঁচু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে গাড়ি নিয়ে ওঠা তাদের পক্ষে সম্ভব ছিল না।
স্থানীয়রা জানান, বিকেলে চন্দ্রনাথ পাহাড়ের শেখ পাড়া এলাকায় তারা বাগানে প্রথম আগুন দেখতে পান। আগুনের তীব্রতা বেশি থাকায় তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। পাহাড়ি পাথর ও বালু নিক্ষেপ করে এবং গাছের ঢালপালা কেটে আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনেন তারা।
স্থানীয় যুবক মো. ইকবাল হোসেন বলেন, শুষ্ক মৌসুমে পাহাড়ে প্রায় সময় আগুন লাগে। তবে অসাবধানবশত কেউ সিগারেটের আগুন ফেলে থাকলে তা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে চন্দ্রনাথ পাহাড়ের উত্তর পাশে শেখ নগর নামক স্থানে আধা কিলোমিটার বন পুড়ে গেছে।